বাউফলে ৫০ টি স্টলে প্রাণীসম্পদ প্রদর্শনী

বাউফলে ৫০ টি স্টলে প্রাণীসম্পদ প্রদর্শনী

 বাউফল প্রতিনিধিঃ  পটুয়াখালীর বাউফলে শনিবার সকাল ১১টায় তিনি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিভিন্ন জাতের পাখি, মহিষ, ঘোড়া, গরু ও মোরগ মুরগীর প্রদর্শনী উদ্বোধন করেন সরকারি প্রতিষ্ঠান সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি।  এ সময় ৫০টি স্টে উপজেলা নির্বাহী অফিসার আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: পার্থ সারথী দত্ত, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিচুর রহমান, উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম, মো: আলমগীর হোসেন, মাঠকর্মী রাখিয়া রহমান ঋতু, ডেইরী সমিতির সভাপতি ও সফল খামারী মো: হাবিুবুল্লাহ সহ প্রমূখ। অনুষ্ঠানে ৫০টি স্টলে ৪৫ জন খামারী বিভিন্ন জাতের পাখি, মহিষ, ঘোড়া, গরু ও মোরগ মুরগীর প্রদর্শনী তুলে ধরেন।
 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি  আসম ফিরোজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসিকে দেখিয়েছেন কিভাবে গণভবনের অল্প জায়গায় হাঁস মুরগি ও গবাদী পশু পালন করা যায়। তিনি দেশকে স্বয়ং সম্পূর্ণ করেছেন, স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশ থেকে গবাদি পশুর মাংস আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে।